Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পাসপোর্ট অফিস

“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই স্লোগান কে সামনে রেখে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নাগরিকদের পাসপোর্ট সেবা দৌরগোড়ায় পৌছে দিতে প্রত্যেক জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এর কা্র্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় শরীয়তপুর এ  পাসপোর্ট সেবা কা্র্যক্রম চালু হয় ১৮-০৬-২০১৪খ্রিঃ হতে।

১৮ জুন ২০১৪খ্রিঃ হতে আঞ্চলিক পাসপোর্ট অফিস অত্যন্ত দক্ষতার সাথে এ অঞ্চলের মানুষের পাসপোর্ট সেবা দিয়ে আসছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের যাত্রা শুরু হতে  ২০২০ সাল  পর্যন্ত  প্রায় ২ লক্ষ এমআরপি পাসপোর্ট   প্রদান করেছে  এবং প্রায় ১লক্ষের অধিক ই-পাসপোর্ট  সাধারন মানুষের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে এবং তার ধারাবহিকতা অব্যাহত আছে।